১৬/১১/২০২৫, ১২:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের এক ঘটনায় রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে অর্থায়ন বিল নিয়ে সমঝোতা না হওয়ায় সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। ফলে বহু ফেডারেল দপ্তর বন্ধ রয়েছে এবং হাজারো কর্মী সাময়িক ছুটিতে গেছেন। এর প্রভাব পড়ছে শেয়ারবাজারসহ অর্থনীতির বিভিন্ন খাতে।

আজ বুধবার (১ অক্টোবর) শাটডাউনের প্রভাবেই স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ডলারের দাম কমেছে। নিরাপদ বিনিয়োগের উৎস হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়ায় আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৫ ডলার, যা টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ রেকর্ড। তবে ইউরোপীয় ফিউচারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

ওইদিন এসঅ্যান্ডপি (S&P) ৫০০ ফিউচার এবং নাসডাক ফিউচারের দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, “শাটডাউন সাধারণত বাজারের জন্য ক্ষতিকর নয়। ২০১৮-১৯ সালের দীর্ঘ শাটডাউনের সময়ও ওয়াল স্ট্রিট উত্থান দেখেছিল।” তবে তিনি সতর্ক করেন, এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। কারণ শাটডাউনের ফলে অ-কৃষি খাতের বেতনের তথ্য প্রকাশে বিলম্ব হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করার হুমকি দিয়েছেন, যা শ্রমবাজারে বড় ধাক্কা দিতে পারে।

উল্লেখ্য, ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে অর্থায়নের সময়সীমা শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ হলেও জরুরি খাত—যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজ চালিয়ে যাবেন। তবে আপাতত তারা কোনো বেতন পাচ্ছেন না।

বিজ্ঞাপন

পড়ুন : স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৬৬৮ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন