মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায়। তা ছাড়া যেকোনো হামলার জন্য যেন অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনা হয়।’
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার সাংবাদিকদের এ কথা বলেন।
মিলার বলেন, ‘আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম।’
এনএ/