১০/১১/২০২৫, ৮:১৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৮:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুদ্ধ বন্ধে হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ

বিজ্ঞাপন

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসানে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো সংঘাতের সমাধানে কূটনীতি ও সংলাপই একমাত্র পথ, এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সম্পৃক্ত সব পক্ষের প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে এই সংলাপ দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার জনগণের অবর্ণনীয় দুঃখ-কষ্টের অবসান ঘটবে।

একইসঙ্গে, এই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলেও আশা প্রকাশ করে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ পুনরায় তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়— ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে দুই-রাষ্ট্র সমাধানই টেকসই শান্তির একমাত্র উপায়, যেখানে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

পড়ুন : গাজা শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন