নরসিংদীতে রায়পুরার আবু রায়হান (২৪) নামের এক যুবক অপহরণ, শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবী করে একটি চক্র। মুক্তিপণ না দেয়া নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১০ জুন) বেলা ৩টায় রায়পুরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আবু রায়হান জানান, গত ৫ জুন ভৈরব রেলস্টেশনে ট্রেন থেকে নামার পর পূর্বপরিচিত এক নারীর সঙ্গে হাঁটার সময় তাকে অপহরণ করা হয়। পরে রায়পুরার পিরিজকান্দী এলাকায় একটি ক্ষেতে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে তার ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। এ সময় ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার।
পরিবারের সদস্যরা ৯৯৯-এ কল করে পুলিশেরর সহায়তা চাইলে, অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ জুন রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু রায়হান।
অভিযুক্তদের মধ্যে রয়েছে পিরিজকান্দীর নিশান ওরফে রিয়াদ(২৪), প্রবাসী পলাশের স্রী সনিয়া বেগম (২৪) সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: দেশে চামড়া নিয়ে অপপ্রচার চলছে : বাণিজ্য উপদেষ্টা
দেখুন: শিশু জাইফাকে অপহরণ করতেই সাবলেট ভাড়া নেয় শাপলা
ইম/