জাতীয়তবাদী যুবদলের ঘোষিত কেন্দ্রিয় কমিটিকে অভিনন্দন জানিয়ে, মিছিল করেছে চট্টগ্রাম নগর যুবদল।
সকালে সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে একটি মিছিল, নগরীর কাজির দেউড়ি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকারবিরোধী আন্দোলনকে জোরদার করতে যুবদলের নতুন নেতৃত্ব অসামান্য ভূমিকা পালন করবে। ত্যাগী নেতাকর্মীদের দিয়েই সারাদেশের যুবদলের কমিটিগুলো গঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।