১৫/০৬/২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ

যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানের সময় এক যুবলীগ নেতাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে মিজানুর রহমান নামে যুবদল নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। শনিবার (১৭ মে) বিজয়নগর থানায় এ মামলাটি দায়ের করা হয়। মিজানুর রহমান উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। l

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধন্তী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াকে ধরতে স্থানীয় বাসস্ট্যান্ডের ইউনুস মিয়ার দোকানে গত ১৫ মে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বুধন্তী ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান কৌশলে সোহাগ মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন।

ভিডিওতে দেখা যায়, পুলিশ আসার পর দোকানের ভেতরের দিকে যেতে দিচ্ছেন না। এক পর্যায়ে ভেতর থেকে সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যান।

অভিযুক্ত মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মোবাইল ফোনের সিমকার্ড তোলার জন্য একটি দোকানে যাই। এ সময় পুলিশ এসে আমার নাম জানতে চায়। এ নিয়ে ওনাদের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। দোকান থেকে কেউ তখন চলে গেছেন কি-না আমি দেখিনি।’

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম যুবদল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বাদী হয়ে মিজানুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে অভিযান চলছে।’

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনের শঙ্কায় লাঠি নিয়ে পাহারায় গ্রামবাসী

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন