১৪/০৬/২০২৫, ১৪:৫১ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৫১ অপরাহ্ণ

যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন : কনসাল জেনারেল

পাকিস্তানের যেকোনো পরিস্থিতিতে চীন দেশটির পাশে থাকবে বলে মন্তব্য করেছেন লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। একইসঙ্গে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদন বলা হয়, লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন সকল পরিস্থিতিতে- সেটি হোক বিজয় কিংবা পরীক্ষার মুহূর্তে- এ ক্ষেত্রে পাকিস্তানের পাশে থাকার জন্য তার দেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের মধ্যে সংলাপ এবং কূটনীতির পক্ষেও কথা বলেছেন তিনি।

তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয় এবং উভয় দেশকেই গঠনমূলক এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ঝাও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পাকিস্তানের সাসঙ্গে চীনের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।
আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। ঝাও চীন ও পাকিস্তানের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের কথা তুলে ধরেন এ সময়।

তিনি বলেন, প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানি জনগণ চীনের প্রতি একই উষ্ণতা ও শ্রদ্ধার প্রতিদান দেয়।

বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক উন্নয়নের বিষয়েও খোলামেলা মতবিনিময় হয়েছে। উভয় পক্ষই চীন ও পাকিস্তানের মধ্যে স্থায়ী বন্ধুত্বের পুনর্ব্যক্ত করে বৈঠকটি শেষ করেন।

পড়ুন : এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন