27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

যেমন হলো বিপিএলের সাত দলের স্কোয়াড

বিপিএলের ডামাডোল বাজতে শুরু করেছে এরইমাঝে। আজ সোমবার হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আর আজকের প্লেয়ারদের দলবদলের পর্ব দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে হয়ে গেল সেই ড্রাফটও। পুরো অনুষ্ঠানে ছিল বিষ্ময়। দেশের তারকা খেলোয়াড় রিশাদ হোসেন দল পাননি অনেকটা সময়।

আবার সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে। সেইসঙ্গে জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশী দলে টেনেছে তামিম ইকবালরা। নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী খুব বড় কোনো চমক দেখাতে পারেনি। কিছুটা চমক আছে ঢাকায়। লিটন দাস আর সাইম আইয়ুব আছে তাদের দলে।

আবার ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগাং কিংস ভক্তদের কিছুটা হতাশ করেছে ড্রাফটে এসে। কোনো বড় নামের পেছনে যায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে গিয়েছেন মাশরাফি মর্তুজা, আরাফাত সানি আর আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। খুলনা নজরে রেখেছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলের দিকে।

একনজরে ড্রাফট থেকে এবারের খেলোয়াড়দের দলবদল
ফরচুন বরিশাল
দেশি
: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম
বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

দুর্বার রাজশাহী
দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ
বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ঢাকা ক্যাপিটাল
দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন
বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা

চিটাগাং কিংস
দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব
বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

রংপুর রাইডার্স
দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান
বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

সিলেট স্টাইকার্স
দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম
বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

খুলনা টাইগার্স
দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান
বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন