২১/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ

যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার (১০ জুন) মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। টিকিট স্বল্পতায় অনেকেই খেলা দেখতে পারছেন না গ্যালারিতে। চিন্তা নেই বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের জন্য এসেছে দারুণ এক সুখবর।

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাহাড়সম উত্তেজনা বিরাজ করছে। টিকিটের জন্য সমর্থকদের হাহাকার দেখে সেটা অনেকটাই আন্দাজ করা গেছে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। আর তাই অনেক সমর্থকই ইচ্ছা থাকলেও দেশের ফুটবলের এই জোয়ারের অংশ হতে পারছেন না।

মাঠে খেলা দেখার সুযোগ না পাওয়া ক্রীড়ামোদী সমর্থকদের জন্য উদযাপনের সুযোগ নিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। ঢাকা-১৬ আসনের অর্থাৎ রূপনগর ও পল্লবী থানার জনগণের জন্য ১২টি স্থানে বড় পর্দায় খেলা সরাসরি সম্প্রচারের আয়োজন করছেন তিনি।  

এই উদ্যোগ দেশের ফুটবলে নতুন জোয়ারে সরাসরি অংশগ্রহণ করতে না পারা ভক্তদের জন্য দারুণ এক বিকল্প। সমর্থন ছড়িয়ে পড়ুক গ্যালারির বাইরেও!

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে এদিন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল বাহিনী। টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য।  

যে ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখা যাবে:
ঘরোয়া মোড়, দুয়ারীপাড়া মোড়, দোরেন মোড়, টি-ব্লক মোড়, পার্ক কলোনী মোড়,  মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্তর (ধানসিড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ–ই ব্লক মোড়, লালমাটিয়া স্ট্যান্ড (বাওনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড, আমতলা, বায়তুল আমান জামে মসজিদ (১১/সি, পল্লবী)। 

পড়ুন : জাতীয় স্টেডিয়ামে ফিরেই দাপুটে জয় পেল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন