17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

যে দলেরই হোক, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। সবার প্রতি সমান সহানুভূতিশীল সরকার। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে, এসব কথা বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।’

সরকার প্রধান বলেন, ‘বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে এবং তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আমি চাই যুগ যুগ ধরে দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে। মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।’

দেশের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সুযোগ দিতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ফেলোশিপ কার্যক্রম।

ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছেলে-মেয়েরা সব থেকে বেশি মেধাবী। তাদেরকে সুযোগ তৈরি করে দিতে হবে।

সরকারপ্রধান বলেন, যারা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন, যে দলেরই হোক, তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে।

অনুষ্ঠানে ফেলোশিপ প্রাপ্তদের অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন