রমজানে প্রতিদিনের ব্যস্ততা, ইফতার ও সেহেরির প্রস্তুতি। কিন্তু রাজধানীর অনেক পরিবার চুলায় হাঁড়ি বসানোর আগেই পড়ে যাচ্ছে বিপাকে। সময়মতো মিলছে না গ্যাস, ইফতারের আগে চুলার আঁচ বাড়ানোর বদলে গায়েব গ্যাস! এতে বাড়তি ভোগান্তিতে নগরবাসী।
রমজান এর প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দুপুরের পর থেকে কমতে শুরু করে গ্যাসের চাপ, ফলে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা।
গ্যাসের এই সংকটে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা খুঁজছেন বিকল্প পথ। ঝুঁকি জেনেও কেউ ঝুঁকছেন সিলিন্ডারে, কেউবা বিদ্যুতের চুলায়। তবে সবচেয়ে বেশি বিপাকে ইফতার কিংবা সেহরি, কিনেও না খেতে পারা মানুষগুলো।
মার্চে গরম পড়তে শুরু করায় বেড়েছে বিদ্যুতের চাহিদা। পাশাপাশি সেচ মৌসুম চলায় বিদ্যুৎকেন্দ্রে বাড়াতে হচ্ছে গ্যাস সরবরাহ। এদিকে বিপাকে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মিরপুর, বাসাবোসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

রমজানে গ্যাস সংকট নতুন কিছু নয়, তবে চাহিদার সঙ্গে সরবরাহ না বাড়লে, চলমান থাকবে রোজাদারদের এই দুর্ভোগ।
পড়ুন : সিএনজি স্টেশন বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত
দেখুন : সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি শুরু |
ইম/