চলতি বছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন- ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার।
আজ বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস রসায়নের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
ডেভিড বেকার হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে ডেমিস হাসাবিস এবং জন জাম্পার হলেন যুক্তরাজ্যের নাগরিক।
রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এর জন্য ডেভিড বেকারকে নোবেল পুরস্কারের বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে। অপরদিকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’ এর জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
ডেভিড বেকার প্রোটিনের নতুন ধরণের কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দীর্ঘদিন ধরে অসম্ভব বলে ধারণা করা হচ্ছিল। তার এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।
অন্যদিকে, ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পার প্রোটিনের জটিল ত্রিমাত্রিক গঠন পূর্বানুমান করতে সক্ষম হয়েছে, যা বিজ্ঞানীদের জন্য দীর্ঘ ৫০ বছর একটি সমাধানহীন সমস্যা হয়েছিল। তাদের আবিষ্কৃত এআই মডেল ‘আলফাফোল্ড’ প্রোটিনের গঠন পূর্বাভাসে একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।