রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে, নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করেছিল। তারা ৬ উইকেটে ৪৪৭ রান করে।
স্বাগতিকদের লক্ষ্য ছিল শেষ বিকালে বাংলাদেশের কিছু উইকেট নিয়ে তাদের ওপর চাপ বাড়িয়ে রাখা। কিন্তু ওপেনার সাদমান ইসলাম অপ্রতিরোধ্য। দ্বিতীয় দিনে হাফসেঞ্চুরি করেছেন তিনি।