রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান-ঘ্র আগুনে পুড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, বিকালে ৩টার দিকে মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্না ঘর থেকে আগুন সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটু সময় লাগবে বলেও জানান ইউএনও।
বিজ্ঞাপন
পড়ুন : রাঙামাটিতে পাহাড় কাটার দায়ে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা

