০৭/১১/২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে উদ্ধার অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটি জেলা শহরের আসামবস্তি নারিকেল বাগান এলাকা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বন বিভাগের লোকজন অজগর উদ্ধার করেন। পরে বিকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের আসামবস্তি নারিকেল বাগান এলাকায় ‘বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র সদস্যদের মাধ্যমে একটি অজগর জালে পেঁচিয়ে থাকার খবর পায় বন বিভাগ। পরে বন বিভাগের সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. সুলতানুল আজিমের নেতৃত্বে বিশেষ টহল টিম অজগর উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি কালচে খয়েরী লাল রঙের। ৮ ফুট দৈর্ঘ্য ও ওজন প্রায় ৮ কেজি। অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, সকালে নারিকেল বাগান এলাকা থেকে উদ্ধার করা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। সরীসৃপ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ তৎপর রয়েছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদস্থানে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: হান্নান মাসউদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: রাঙামাটি এনসিপি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন