রাঙামাটির লংগদু উপজেলা সদরের প্রধান সড়কটি প্রশস্তকরণের কাজ হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে একলেনের সড়কটি প্রশস্ত করে দুইলেনে উন্নীত করার কাজ চললেও সরানো হয়নি সড়কের ওপরে থাকা তিনটি বৈদ্যুতিক খুঁটি। এতে করে সড়ক প্রশস্ত হলেও জনসাধারণ ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রাও।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একলেনের সড়কটি চলাচলের সুবিধার্তে দুইলেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয় গত ২০২৩-২৪ অর্থবছরে। প্রকল্পটির আওতায় ১০ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। তবে সড়কের তিনটি বৈদ্যুতিক খুঁটি মূল সড়কের চার ফুট ভেতরে রয়ে গেছে। এনিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েও কোনো সাড়া না পাওয়ায় খুঁটি রেখেই সড়ক প্রশস্ত করার কথা জানিয়েছে এলজিইডি। সড়কটির ৯০০ মিটার অংশ প্রশস্তকরণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজ। কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লংগদু উপজেলা প্রকৌশলী মো. শামছুল আলম বলেন, এটি গত অর্থবছরের কাজ। লংগদু উপজেলা সদর থেকে ৯০০ মিটার সড়ক ১০ ফুট থেকে ১৮ ফুট অর্থাৎ দুইলেনে উন্নীত করা হচ্ছে। সড়কটির তিনটি স্থানে তিনটি বৈদ্যুতিক খুঁটি সড়কের চার ফুট ভেতরে রয়ে গেছে। খুঁটিগুলো সরানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে উপজেলা প্রশাসনের মাধ্যমে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু তারা এ বিষয়ে কিছুই৷ আর আমাকে জানায়নি। যেহেতু কাজের মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে, সেজন্য খুঁটি রেখেই পিচঢালাই করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী আরও বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করে নিয়েছি, খুঁটিগুলো সরালে তারা সেখানে পরবর্তীতে সংস্কার কাজ করে দেবেন। যেহেতু কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছর সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে।
তবে লংগদু রাঙামাটি জেলার একটি উপজেলা হলেও উপজেলাটিতে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি খাগড়াছড়ি বিতরণ বিভাগ। এ বিষয়ে জানতে লংগদুর দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী হিল্লোল বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লংগদুতে নতুন দায়িত্ব পেয়েছি। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানাশোনা নেই। তবে সহকারী প্রকৌশলী স্যার ভালো বলতে পারবেন। যদিও সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামকে কল করে পাওয়া যায়নি।
এদিকে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সদস্য ও লংগদু উপজেলার বাসিন্দা আবু দারদা খান বলেন, আমরা বিভিন্ন সময়ে উপজেলার মাসিক সভায় এই বিষয়টি উত্থাপন করেছি। তবে বিদ্যুৎ বিভাগের অসহযোগিতার কারণে এই খুঁটিগুলো সরানো সম্ভব হয়নি। এখন খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এতে করে জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পড়ুন: রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য
দেখুন: বান্দরবান-রাঙ্গামাটিতে অভিযান: ৭ জ*ঙ্গিসহ গ্রেপ্তার ১০
এস