রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ছয় চাকার ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাক্টর চালকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি ২ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- নোচান চাকমা, নিবারণ চাকমা ও লেট্টাউদো চাকমা। নিহতরা সবাই শ্রমিক এবং বাঘাইছড়ি ইউনিয়নের বড়কচুছড়ি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। চালকসহ তিনজন আহত হয়েছেন।
বাঘাইছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, উগলছড়িতে ছয় চাকার একটি গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
পড়ুন: হামলা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেখুন: বান্দরবান-রাঙ্গামাটিতে অভিযান: ৭ জ*ঙ্গিসহ গ্রেপ্তার ১০
এস