১৫/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূ নিহত

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মারা যান।

জানা গেছে, নিহত তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। নিহতের পরিবার জানায়, অন্যান্য দিনের মতো বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে বজ্রপাতে তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইনীমুখ ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিনাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব জানান, এটি খুবই মর্মান্তিক ঘটনা।

এনএ/

দেখুন: রাঙ্গামাটিতে বিজু বৈসু সাংগ্রাই সংস্কৃতি মেলা চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন