কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের লকগেইট পয়েন্টে সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কাপ্তাই-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে কাপ্তাই উপজেলার প্রধান সড়কের লকগেইট পয়েন্টে পলিটেকনিকের শতাধিক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কাপ্তাই নতুন বাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ।
পরে শিক্ষার্থীদের সঙ্গে দাবি-দাওয়ার বিষয়ে কথা হওয়ার পর বিকেল ৪টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া মেনে না নিলে পরবর্তীতে আবারও সড়কে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, শিক্ষার্থীরা কাপ্তাই সড়কে আন্দোলন শুরু করার সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি এবং বিকেল ৪টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন: রাঙামাটিতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সহায়তা, ৩ শিক্ষক আটক
দেখুন: ১ হাজার টাকায় রাঙ্গামাটি ঘুরোঘুরি | সোলেমান হাজারী
ইম/