০৮/০৭/২০২৫, ২০:১২ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১২ অপরাহ্ণ

রাঙ্গাবালীতে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ইসলামি ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সেক্রেটারী মো. সাইফুল্লাহ মানসুর সামিরের ওপর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। তারা বলেন, উপজেলার মৌডুবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (কাজিকান্দা) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ মনসুরের ওপর হামলা চালান। ন্যাক্কারজনক এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে।

এ হামলার অভিযোগ স্বীকার করে মৌডুবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা বলেন, ‘ওই ছেলে (সাইফুল্লাহ মানসুর) ছাত্রলীগের রাজনীতি করতো। আওয়ামী লীগের মিছিলে যেতে রাজি না হওয়ায় ২০১৮ সালের নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে সে আমার ওপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক মারধর করে আমাকে।’ তবে স্বেচ্ছাসেবক দল নেতা জাকারিয়ার এই বক্তব্য হামলার দায় এড়ানোর প্রচেষ্টা এবং ভিত্তিহীন বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ ছাড়াও আরও দুইজন আহত হন।

পড়ুন : রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন