28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

রাজধানীজুড়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান

রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সড়কে টহল দেয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর এলাকায় সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।

পড়ুন : জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার তুর্কের প্রতিক্রিয়ায় যা জানালো আইএসপিআর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন