ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব থামালেও, রাজধানীতে রয়ে গেছে তার প্রভাব। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে, গাছপালা পড়ে থাকতে দেখা গেছে। সঙ্গে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে নগরবাসী।
সকাল থেকেই থেমে গেছে বৃষ্টিপাত। রৌদ্রময় দিনভর দেখা গেছে সূর্যের চোখরাঙানি। তবে, ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও, তার ছাপ রাজধানীতে স্পষ্ট।
সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গাছ উপড়ে পড়েছে বিভিন্ন স্থানে।
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি যেনো নামবার নয়। জলাবদ্ধতায় নাকাল এসব এলাকার মানুষ। উত্তর খান, দক্ষিণখান, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। ক্ষুব্ধ এসব এলাকার মানুষ।
এদিকে, কাউন্সিলরা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যবস্থা নেয়ার কথা বললেও, নির্বিকার সিটি করপোরেশন।