29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

রাজধানীতে ফুডপ্যান্ডার ইফতার বাজার শুরু

রাজধানীর বনানীতে ফুডপ্যান্ডার গ্র্যান্ড ইফতার বাজার শুরু হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টের ইফতার কেনার সুযোগ মিলবে ফুড প্যান্ডার অ্যাপের মাধ্যমে।

আজ সোমবার (৩ মার্চ) বনানীর সোয়াট ফিল্ডে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী।

রমজান মাস জুড়েই বনানীর সোয়াট ফিল্ডে এ আয়োজন চলবে। এই আয়োজনে ডাইন-ইনের সুবিধাও থাকবে এবং ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে দুপুর দুইটা থেকে এসব রেস্টুরেন্ট থেকে অর্ডার করা যাবে।

এ আয়োজনে ডমিনোজ, টেকআউট, দোসা এক্সপ্রেস, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, বিউটি লাচ্ছি, চিকেন বাজ, ডিসেন্ট পেস্ট্রি শপ, মোস্তাকিম কাবাব, রাতের কাবাব, তাজিন-নাওয়াবি কুইজিন, তার্কা, ট্রাই স্টেট ইটারি, ইফতারওয়ালা, ওয়াফেল টাইম এবং মিঠাইওয়ালা’র মতো নতুন ও পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্তোরাঁ অংশ নিয়েছে। এখানে হালিম, নিহারি, ফালুদা, বিরিয়ানি, জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার কেনার সুযোগ থাকবে এবং কেনার সময় বিশেষ ছাড়ও পাওয়া যাবে।

এ বিষয়ে শফিকুল আলম বলেন, ‘উদ্যোক্তাদের বিকাশ, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণেও কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ইফতার বাজার এমন একটি আয়োজন যেখানে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্টুরেন্টকে একত্রে এনে রমজানের আনন্দকে বড় পরিসরে উদযাপন করা হয়েছে। প্রযুক্তি ও ঐতিহ্যের এই মেলবন্ধন সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এ উৎসব তারই প্রমাণ।’

এনএ/

দেখুন: অচেনা রাজধানী, অজানা অপরাধ জগতে দিশাহীন পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন