ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একাধিক টিম রাজধানীর গুলিস্তান, মতিঝিল ও তেজগাঁও এলাকা থেকে পেশাদার মাদককারবারি ও ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাউসার (১৯), মোঃ লিটন হাওলাদার (৩২) ও মোঃ গোলাম রাব্বি (২৭)।
সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোরগ্যাং অপরাধসমূহ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে সিটিটিসির একাধিক টিম। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৩টায় কাপ্তান বাজার ক্রসিংয়ে একজন পথচারীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় পেশাদার ছিনতাইকারী কাউসারকে (১৯) গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারের পর তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বুধবার বেলা ১১টায় তেজগাঁও রেলক্রসিংয়ের কাছে ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে একটি চাপাতি ও মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ গোলাম রাব্বিকে (২৭) গ্রেপ্তার করে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিল দিলকুশা ফলপট্টি মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ লিটন হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। তার দেহ তল্লাশী করে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সিটিটিসি মহানগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এনএ/