১০/১১/২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীতে শুরু হলো ১১তম ইয়ার্ন, ফেব্রিক এন্ড এক্সেসরিজ প্রদর্শনী-২০২৫

বিজ্ঞাপন

তৈরী পোষাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে রাজধানীতে শুরু হল বিশেষ প্রদর্শনীর ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’। এর আয়োজন করছে এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয় চারদিন ব্যাপি এ প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন,আন্তর্জাতিক ট্রেড শোটির মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের তাদের ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সামগ্রীর চাহিদা অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তিনি আরও বলেন, এ বছর
১১তম এ প্রদর্শনীতে বিশ্বের ১০০টিরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। যেখানে অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠান নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ আনুষঙ্গিক পণ্য দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের কাছে প্রদর্শন করবেন।

প্রদর্শনীর আয়োজক এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে ফ্যাব্রিক সোর্সিং তৈরি পোশাক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। একইসাথে নিত্যনতুন প্রযুক্তির ব্যাবহার এবং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সাথে যোগাযোগ রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ। ১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫ প্রদর্শনী রপ্তানিকারকদের এই সব চাহিদার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে। “

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফ্যাব্রিক, প্লাশ ফ্যাব্রিক, টিআর স্যুট ফ্যাব্রিক, উলের স্যুট ফ্যাব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফ্যাব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফ্যাব্রিক, হোম ফ্যাব্রিক, খেলনা ফ্যাব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাক শিল্প খাতের আনুষাঙ্গিক প্রদর্শন করা হয়।

বক্তারা জানান, চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

পড়ুন: কায়সার কামালের সহযোগিতায় ৭ম ধাপে চোখের চিকিৎসা পাচ্ছেন অর্ধশত মানুষ

দেখুন: ভারতে পাচারকালে সীমান্তে ৮০ হাজার ডলার জব্দ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন