রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মজিবুর রহমান (৫০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার সকালে মেয়েকে কলেজে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সাড়ে ৮টার দিকে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য মুজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান পরিবারের সদস্যরা। সেখানেই সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক
নিহত মজিবুর রহমান দক্ষিণখান থানার আজমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. আবু সাঈদের ছেলে বলে জানা যায়।
পড়ুন: নাটোরে কাভার্ড ভ্যানে ডাকাতি প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট
দেখুন: ঠাকুরগাঁওয়ে বেনজীরের ৫০ বিঘা জমি, মুরগির খামার |
ইম/


