29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে ৩ শিশুসহ দগ্ধ ৫

রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), তফসির (৩) ও সেন্টু (৪৫)।

আজ বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।

ডা. শাওন বিন রহমান জানান, ‘নববর্ষে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে ফারহানের দেহের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের দেহের ২ শতাংশ দগ্ধ হয়েছে।’

তিনি আরও জানান, ‘দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

এনএ/

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে ১৫৯৪ মামলা

দেখুন: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন