
বিএনপির যেকোন ধরনের নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি মাঠে সরব আওয়ামী লীগ। রাজধানীর প্রধান সড়কগুলো ছাড়াও পাড়া-মহল্লায় তাদের সতর্ক পাহারা। আছে সহযোগী সংগঠনগুলোর মোটর শোভাযাত্রা। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান স্থানীয় নেতাকর্মীরা। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপির গণসমাবেশের আনুষ্ঠানিক কোন কর্মসুচি নেই ক্ষমতাসীন দলের। তবে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রের নির্দেশনা ছিলো নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে সতর্ক থাকার।
আর অক্ষরে অক্ষরে তা পালন করছে আওয়ামী লীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই অবস্থান পাড়া মহল্লার গুরত্বপুর্ন পয়েন্টে। মিছিল স্লোগানে সরব রাখছে চারপাশ।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দেখা যায় নগরজুড়ে মোটর সাইকেলে শোডাউন দিচ্ছেন। পরবিহন শুন্য নগরীর এ প্রান্ত ও প্রান্ত টহলও দেয়া যাচ্ছে খুব সহজেই।
মাঠে আছে মহিলা আওয়ামী লীগ ও ওলামা লীগের কর্মী সমর্থকরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ভীড় আওয়ামী লীগ নেতাকর্মীদের। তারা বলছেন, কোন উত্তেজনা নেই। ঘটনা পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে যে কোন ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানান তারা।
রাজধানীর গোলপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সেখানে খুব মানুষ হাজির হচ্ছেন না বলেও মনে করেন তারা। কারণ সকাল থেকে নগরীর অন্যপ্রান্তের রাস্তা ঘাটে বড় কোন মিছিল বা শোডাউন করে সমাবেশের দিকে কাউকে যেতে দেখেনি তারা।
