১৪/০৬/২০২৫, ১৪:৪৮ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৪৮ অপরাহ্ণ

রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘বিদেশে বসেও যে সবাইকে এককাতারে এনে সফল আন্দোলন করা যায় তারেক রহমান তা প্রমাণ করেছেন। তাকে দেশে ফেরাতে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ আজকে তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু তার মেরুদণ্ড যে ভাঙা হয়েছিল তাতো খালাস হয়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাঁধা নেই, তা সরকারের তরফ থেকে নিশ্চয়তার দাবি তুলে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সংস্কার কেউ কারও শত্রু না বরং গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত।’

গয়েশ্বর বলেন, ‘কখনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। বরং সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষই ঠিক করে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ।’

যারা এক-এগারো সৃষ্টি করেছিল, তারাই আজ নেপথ্যে থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে অভিযোগ বিএনপির এই নেতার। সরকারের সম্মতি ছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন: আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে : গয়েশ্বর

দেখুন: আবু সাঈদ সবাইকে সাহসী হতে শিখিয়েছেন: গয়েশ্বর চন্দ্র রায়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন