রাজনৈতিক বিবেচনায় পাওয়া ২৪টি ট্রেনের লিজ বাতিল হবে ডিসেম্বরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২৪টি ট্রেনের লিজ আগামী ৩১ ডিসেম্বর বাতিল হবে। রেল মন্ত্রণালয় জানায় অবিলম্বে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ট্রেনগুলোকে লিজ দেওয়ার কার্যক্রম শুরু করতে হবে।
যাত্রীসেবার মান বাড়াতে বাণিজ্যিক কার্যক্রমের আওতায় বেসরকারি ব্যবস্থাপনায় কিছু ট্রেন লিজ দিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। তবে লিজ পাওয়ার পর কিছু প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করে বছরের পর বছর ইচ্ছেমতো সেসব ট্রেন পরিচালনা করে আসছিল। যেখানে অনিয়মই হয়ে উঠেছিল নিয়ম। এতে যাত্রীসেবার মান যেমন কমছিল, পাশাপাশি ছাদে যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়সহ সামনে আসছিল নানা অভিযোগ। এবার রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ পাওয়া বেসরকারি সব ট্রেনের চুক্তিপত্র বাতিল করছে বাংলাদেশ রেলওয়ে৷
চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। লিজ নেওয়া ইজারাদারদের বিষয়টি জানাতে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাজমুল হুদার গত ৩ নভেম্বর সই করা একটি চিঠি রেলওয়ের মহাপরিচালককে পাঠানো হয়৷
ওই চিঠিতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ায় এপ্রিল ২০১৯ সালে নতুন করে আর কোনো ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়৷ চুক্তি অনুসারে শর্তাদি পরিপালনে ব্যর্থতায় যেমন, ছাদে যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় ইত্যাদি ক্ষেত্রে চুক্তিপত্র বাতিলের সংস্থান রয়েছে৷
আরও শেষ হয়নি কমলাপুর রেল লাইনের সংস্কার, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা