সাভারের রাজফুলবাড়িয়ায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উম্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ১৯ ডিসেম্বর সাভারের রাজফুলবাড়িয়া্য বসবাসকারী ১৮ বছরের যুবক রুদ্র বাড়ি থেকে বেড় হয়ে নিখোজ হয়। দুই দিন খোঁজা খুজির পর ২১ ডিসেম্বর বিকালে সাভারের ধলেশ্বরী নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করে ঢাকা জেলা পিবিআই।

সাভারের রাজফুলবাড়িয়ায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উম্মোচন:
তদন্তে বেরিয়ে আসে রুদ্রর মৃত্যু রহস্য। জানা যায় মাদকের টাকা ভাগাভাগির জেড়ে রুদ্রকে হত্যা করা হয়েছে। ঢাকা জেলা পিবিআই পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানায়, নিহত রুদ্রর বাবা মায়ের বিচ্ছেদ্দের কারনে সে সাভারে নানা বাড়িতে থাকতো। অভাবের কারনে পড়াশোনা করতে পারেনি সে। একসময় এলাকার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে।
ঘটনার দিন তার বন্ধুরা তাঁকে আড্ডা দিতে ডেকে নদীতে নৌকায় নিয়ে যায়। সেখানে তারা মদ খেয়ে নেশা করে। এক পর্যায়ে রুদ্র অতিরিক্ত নেশায় পানিয়ে পড়ে গেলে তাঁকে ওপরে উঠতে সাহায্য না করে নৌকার বৈঠা দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে রুদ্রকে পানিতে ডুবিয়ে তারা চলে যায়।
কুদরত-ই-খুদা জানান, হত্যার ঘটনায় সন্দেহ-ভাজন তিনজনকে গ্রেপ্তার করলে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
টিএ/