রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণ প্রকল্পের ১০ পরিবারের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি টিমের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে বুধবার বিকেল ৩টার দিকে ক্ষতিগ্রস্থ আগুনে পুড়ে যাওয়া ১০টি পরিবারের সাথে দেখা করে তাদের চাউল,কাপড় ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন- কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক এ্যাডভোকেট মো: আসলাম মিয়া,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন সেখ,সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত টীম লিডার আব্দুল বাছেদ বলেন, আমাদের দুইটি ইউনিটসহ আমরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়েছে।এখন তালিকা তৈরী করা হচ্ছে। তালিকা অনুসারে প্রত্যেকটি পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পড়ুন :রাজবাড়ীতে ভেক্সিনেশন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত


