রাজবাড়ীর গোয়ালন্দে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সরকারী কর্মকর্তাদের সাথে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক- সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মারুফ হাসানের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান,গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন,গোয়ালন্দ উপজেলা (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:সানোয়ার হোসেন, গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন সেখ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস থেসিয়া) ডা: প্রদীপ কান্তি পাল, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, মো: রুহুল আমিন, বাংলাদেশ হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হালিম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হালিম প্রামানিক, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন,গোয়ালন্দ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল আলম,এনজিও প্রতিনিধি জুলফিকার আলী,গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ।
পড়ুন : রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

