হেলাল মাহমুদ,রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বসন্তপুরের রাজাপুরে চাঞ্চল্যকর ভ্যানচালক রুপল শেখ ওরফে শাহিন শেখ (২৭) কে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত আসামি মোঃ রাসেল মোল্লা (২০) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মোল্লা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ ফরিদ উদ্দিন মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ মে) বিকেলে মিথ্যা চুরির অপবাদ দিয়ে স্থানীয় শ্যাম বিশ্বাসের বাড়ির আঙিনায় পিটিয়ে হত্যা করা হয় বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ১৭ই মে রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, ভ্যান চালক রুপল শেখ হত্যা মামলার সরাসরি জড়িত আসামি রাসেল মোল্লাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, রাজাবড়ী থানা পুলিশ ও রাজাবড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ইতিমধ্যে এই মামলার এজাহারনামীয় ৪ জন এবং তদন্তে প্রাপ্ত ১ জন সহ মোট ৫ জনকে আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাসুদ অরুনের
দেখুন: ব্রিকস সম্মেলন: শেখ হাসিনা—শি জিনপিং বৈঠক আজ
ইম/

