34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

রাজবাড়ীতে ৮’শ হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিল হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন।

এ উপলক্ষে বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত ৮’শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০ টায়
আনুষ্ঠানিকভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায়- উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ প্রমূখ।

বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত ৮’শ নারী-পুরুষ নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হলো। ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবকের আন্তরিক প্রচেষ্টায় এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে এ মালামালগুলো বিতরন করছেন। এর আগে রোজার মধ্যে সাহরী ও ইফতারিতে যাতে কষ্ট না হয় সে জন্য একইভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল কয়েক’শ পরিবারকে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের কাজটি অত্যন্ত মহতি। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের মতো অন্যান্য সামর্থ্যবানদেরকেও এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাই।

পড়ুন: রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন