ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। পাশাপাশি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলো রাজস্থান রয়্যালস।
সয়াই মানসিং স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২১৭ রান করে মুম্বাই। জবাবে ১৬ দশমিক ১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ম্যাচের একসময়ে মনে হচ্ছিল রাজস্থান ১০০ রানের কমেই অলআউট হয়ে যাবে।
রাজস্থান এদিন কোনও বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। বোলারদের ব্যর্থতার পর ব্যাটাররাও ভাল পারফরম্যান্স দিতে পারেনি। অন্যদিকে, সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেল মুম্বাই।
টানা ছয় ম্যাচে জয় নিয়ে ১১ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় আরসিবিকে সরিয়ে এখন শীর্ষে মুম্বাই। দু-দল ১৪ পয়েন্টে থাকলেও নেট রান রেটে অনেক অনেক এগিয়ে হার্দিক পান্ডিয়ারা। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রাজস্থান।
পড়ুন : ৩৫ বলে সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড ১৪ বছরের বৈভবের, জিতল রাজস্থান