১৯/০৬/২০২৫, ০:২৫ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২৫ পূর্বাহ্ণ

রাজারহাটে জুলাই যুদ্ধে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে আহত জুলাই যুদ্ধাদের পাশে ঈদ উপহার নিয়ে পাশে দাড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখা’র আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ।

বুধবার ১১ জুন বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, যুগ্ম সদস্য সচিব জিসান আহমেদ, মামুনুর রশিদ, শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকেই।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করে বৈছা আন্দোলনের আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ বলেন, দুই হাজারের অধিক শহীদ ভাইবোন ও অসংখ্য আহতদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পারছি শহীদ ও আহত ভাইদের অনেক পরিবারের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সরকার এ ব্যাপারে নানা উদ্যোগ নিলেও কোনো এক অদৃশ্য কারণে শহরাঞ্চল পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাঙ্খিত সেবা সমূহ পৌঁছাচ্ছে না। এভাবে নীতিনির্ধারক মহলকে সুষ্ঠ তদারকি করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

পড়ুন : কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন