31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে এই ভূমিকম্প অনুভূত হয়।

গভীর রাতে ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি। তবে সিলেট জেলার এবং সিটি কর্পোরেশন এলাকার অনেকে ফেসবুকে এই বিষয়টি জানিয়েছেন।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে উল্লেখ করেছেন: “ব্রেকিং নিউজ: ভূমিকম্প।”

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, মিয়ানমার, ভুটান এবং চীনেও। বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে উৎপত্তিস্থল খুব কাছে হওয়ায় এবং শিলংয়ের ডাউকি ফল্টের নিকটে হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটারশক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট ছোট ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

এনএ/

দেখুন: রহস্যময় এক গ্রাম- সকালে দৃশ্যমান রাতে গায়েব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন