১৪/০৬/২০২৫, ১৬:৪১ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৪১ অপরাহ্ণ

রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেল তুলে দিলো পুলিশ সার্জেন্টের ওপর

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্টের ওপর তুলে দেয়। এতে ওই সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

বুধবার(১৪ মে) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সার্জেন্ট রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, বুধবার বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। এ সময় সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মোটরসাইকেলটি সার্জেন্ট আনোয়ারকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহন হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুইজনকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুই জনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজিস্ট্রেশনবিহীন ওই মোটরসাইকেলটি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম।

জানা গেছে, সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশে যোগদান করেন। ২০২৪ সালে ডিএমপিতে তার পোস্টিং হয়। সার্জেন্ট আনোয়ারের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে।

পড়ুন : ছবিতে জগন্নাথের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন