নরসিংদীর রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নে সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীদের হামলায় এক শিশু গুরুতর আহত হওয়ার পর পুলিশ গোটা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনায় বেলা জুড়ে চলে অভিযান। এতে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিষয়টি আজ রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার নিশ্চিত করেন।
তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান-এর নির্দেশে তার নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, ডিবি ও রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে সন্ত্রাসী সোহেলের বসতবাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় সোহেল ও তার দলবল এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার আরও বলেন, এ অভিযানে সোহেলের বাড়ি ও তার আশপাশের এলাকা থেকে দেশীয় অস্ত্র (টেটা-বল্লম), ৫টি চাপাতি, ৭টি ছুরি, লোহার পাইপ, ৮টি মোবাইল ফোন, রেজিস্ট্রেশনবিহীন ২টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ, ডিভিআর ও টর্চলাইটসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে এখনো পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসী সোহেলের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রেকর্ড রয়েছে।