১৪/০৬/২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ

রাশিয়ায় দাবানলে পুড়ল ৬ লাখ হেক্টরেরও বেশি বনভূমি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা জাবায়কালস্কি ক্রাই-তে ভয়াবহ দাবানলে ৬ লাখ ২৯ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ ততথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।

গত এপ্রিলের শেষ দিকে সূত্রপাত ঘটে দাবানলের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিন-রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখনও জাবায়াকালস্কি ক্রাই’র বনভূমির ২২টি জায়গায় আগুন সক্রিয় আছে।

শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছরে শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে। দেশটির কেন্দ্রীয় বনবিভাগের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে পুড়েছে ১৪ লাখ হেক্টর বনভূমি। এক বিবৃতিতে বনবিভাগ জানিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে যুক্তরাষ্ট্র ও কানাডায় যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন তার তিনগুণ বেশি।

ইউরোপের জলবায়ু পরিবর্তন সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জাবায়কালস্কিতে শত শত মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। বুরইয়াশিয়ার প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করার পাশপাশি বনভূমিতে চলাচল ও যাবতীয় কর্মকাণ্ডে স্থগিতাদেশ দিয়েছে।

বুরইয়াশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে। প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর মার্চের মাঝামাশি থেকে এ পর্যন্ত বুরইয়াশিয়াজুড়ে মোট ১৭৪টি ছোটো-বড় দাবানলের ঘটনা ঘটেছে। এসব দাবানলের ৯০ শতাংশের জন্য দায়ী মানুষের অসর্ততা।

পড়ুন: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম

দেখুন: লস অ্যাঞ্জেলেসে দাবানলের গ্রাসে হাজারো বাড়িঘর-স্থাপনা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন