ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিএনপি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এ সেবা কার্যক্রম চালানো হয়।
শনিবার (৩১ মে) বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হবে।
আমিরুল ইসলাম ফাহিম বলেন, প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। আগামীতে এ কার্যক্রম চালু রাখতে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশদরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক সজিব মালিতা প্রমুখ।
পড়ুন: রাজবাড়ীতে ভ্যানচালক রুপল শেখকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
দেখুন: মানুষের কল্যাণে খরচ হয়েছে রিজার্ভের টাকা: প্রধানমন্ত্রী |
ইম/


