32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যবিরোধী দেশ গড়বে

বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যবিরোধী দেশ গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবন্ধীদের সাথে এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর আগারগাঁও এ এলজিআরডি মিলনায়তনে আয়োজন করা হয় প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। এতে লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে: তারেক রহমান

অনুষ্ঠানে প্রতিবন্ধীরা সমাজে টিকে থাকার জন্য কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বিএনপি প্রতিবন্ধীদের সাথে আছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধীদের জন্য সব ধরনের নাগরিক সুবধার ব্যবস্থা করবে।’

ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য নানা করণীয়র বিষয়েও জানান তারেক রহমান।

বিএনপি একটি বৈষম্য বিরোধী দেশ গড়তে চায় উল্লেখ করে দলটির এ শীর্ষ নেতা সবাইকে নিয়ে সমান ভাবে এগিয়ে যাবেন বলেও জানান।

এনএ/

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দেখুন: তারেক রহমান কবে ফিরবেন জানালেন বগুড়া বিএনপি সভাপতি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন