28 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, রানিং মেট ভ্যান্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। একই দিন নিজের রানিং মেট হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে ভোটাভুটিতে প্রায় আড়াই হাজার প্রতিনিধির সবকটি ভোটই পেয়েছেন ট্রাম্প। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক ১ হাজার ২১৫টি ভোটের দরকার ছিলো ট্রাম্পের।

এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে এ পদের জন্য বেছে নিয়েছেন তিনি। এক সময় তিনি ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন।

শনিবার  যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন জোনাল্ড ট্রাম্প। গুলিতে তার কান ফুটো হয়ে যায়।  তাই সম্মেলনে অংশ নিতে হামলার পরের দিন রোববারই মিলাওয়াকিতে যান ট্রাম্প। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত।

২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার ২০২০ সালে বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। আর এই সুযোগটিই কাজে লাগান ট্রাম্প। চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন