22 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

রিমান্ড শেষে সালমান, আনিসুল ও দীপুকে আদালতে তোলা হবে

১০ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে।

দুপুরের পর ডিবি কার্যালয় থেকে তাদের নেয়া হবে ঢাকার সিএমএম কোর্টে। চারদিনের রিমান্ড শেষে আজ সাবেক মন্ত্রী দীপু মনিকেও আদালতে তোলা হবে। গেল ১৪ আগস্ট সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর ২০ আগস্ট দীপু মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তারা সবাই হত্যা মামলার আসামি।

এর আগে ১৪ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। অন্যদিকে ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন