১৩/০৬/২০২৫, ১৪:১১ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:১১ অপরাহ্ণ

রিয়াজ-চঞ্চলসহ আরও ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজধানীর শাহবাগ থানায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় শোবিজপাড়ার একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিযুক্ত তারকারা শোবিজ অঙ্গনের প্রথম সারির অভিনয়শিল্পী।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২০১ জনের নামে মামলা দায়ের করেছেন এম এ হাশেম রাজু।

গত ২০ মার্চ দায়ের করা এ মামলায় আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে ১৪ অভিনয়শিল্পীকে। বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত মামলার অভিযোগ গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, অভিনেতা জায়েদ খান, ফেরদৌস, রিয়াজ, চঞ্চল চৌধুরী এবং মামুনুর রশীদ।

মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য ঢাকার সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টা করেছেন। গত বছর ৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় এম এ হাশেম রাজুর নেতৃত্বে ছাত্র-জনতা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছান। তখন আসামিরা ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করেন।

১৪ অভিনয় শিল্পী ছাড়াও এ মামলার আসামির নামের তালিকায় রয়েছে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিকের নাম। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মীজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নামও রয়েছে এ মামলার আসামির নামের তালিকায়। গণজাগরণ মঞ্চের ইমরাম এইচ সরকার ও লাকী আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে।

পড়ুন : হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন