32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

৭০ হাজার রুপিতে মেডিকেল ডিগ্রি, ভারতে ১৪ ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

এবার মেডিকেল ডিগ্রি পাওয়া যাচ্ছে ৭০ হাজার রুপি খরচ করলেই। অষ্টম শ্রেণি পাস না করলেও হওয়া যাবে ডাক্তার। তার জন্য শুধু ৭০ হাজার রুপি খরচ করলেই হবে। ভারতের গুজরাটে এবার এমনই একটি দলের খোঁজ পাওয়া গেছে যারা অর্থের বিনিময়ে মেডিকেল ডিগ্রি প্রদান করে থাকে। এই গ্যাংটি প্রায় ১২০০ ভুয়া মেডিকেল ডিগ্রি প্রদান করেছে। যা প্রকাশ্যে আসার পর গুজরাটসহ ভারত জুড়ে হইচই পড়ে গেছে। খবর এনডিটিভি

গুজরাট পুলিশ ভুয়া ডিগ্রিধারী ১৪ জন ডাক্তারকে গ্রেপ্তার করেছে। ওই দলের প্রধান ডা. রামেশ গুজরাটিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্তরা ‘বোর্ড অব ইলেকট্র হোমোপ্যাথি মেডিসিন’ (বিইএইচএম) গুজরাটের অধীনে ডিগ্রি প্রদান করত। তাদের কাছ থেকে শতাধিক আবেদন, সার্টিফিকেট এবং স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ডাক্তারের ভুয়া ডিগ্রি নিয়ে তিনজন এলোপ্যাথিক প্র্যাকটিস করছে। পরে শুঙ্ক বিভাগকে সঙ্গে নিয়ে পুলিশ সেখানে হানা দেয়। তাদের ডিগ্রি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বিইএইচএম’র কথা জানায়। কিন্তু পুলিশ জানায়, গুজরাট সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সার্টিফিকেট প্রদান করা হয় না। এক পর্যায়ে অভিযুক্তরা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে তা সত্য প্রমাণের চেষ্টা করে। 

পুলিশ জানিয়েছে, প্রধান হোতা যখন জানতে পারে ইলেকট্র হোমোপ্যাথি থেকে কোনো সার্টিফিকেট দেয়া হয় না। তখন সে এ বিষয়ে ডিগ্রি প্রদানের জন্য একটি বোর্ড গঠনের পরিকল্পনা করে। এজন্য সে পাঁচ জনকে ইলেকট্র-হোমোপ্যাথি বিষয়ে প্রশিক্ষণ দেয়। তারা তিন বছরের কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করে। এতে ইলেকট্র হোমোপ্যাথি মেডিসিল কীভাবে লিখতে হবে তা সেখানো হয়। 

এনএ/

আরও পড়ুন: ৬ মেডিকেল কলেজকে জেলার নামে নামকরণ

দেখুন: ২০ কিমি দৌড়ে বড়কে ধরে মণ্ডপে আনলেন কনে 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন