নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে, বোমা উদ্ধার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এসময় একটি বোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে, বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট। দুপুরের দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। সে সময় একটি বোমা বিস্ফোরিত হয়।
এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেন নামের একজনের বাড়িটি ঘিরে রাখে এটিইউর দল। পরে দুপুর ২টা থেকে ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়।
ভবনটির ভাড়াটিয়ারা জানান, তৃতীয় তলার ওই বাসায় দুই শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে ভাড়া থাকতেন। তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না। তারা গার্মেন্টসে চাকরি করে বলে জানিয়েছিলেন।
সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, রূপগঞ্জের বরপায় এ অভিযান চালানো হলো বলে জানিয়েছেন এটিইউ কমর্ককর্তারা।