রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৫৪ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়। সংগঠনের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেল ওবায়দুর রহমান শাহেল।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, জাতীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। সভা শেষে বন্যার্তদের জন্যে ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।