29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

রূপগঞ্জে হিজড়াদের চাঁদার চাপে অতিষ্ট সড়ক ব্যবহারকারীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় লিঙ্গের হিজড়া পরিচয়ে, সড়কে চলছে অবাধ চাঁদাবাজি। অতিষ্ট সড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকরা। সমস্যার বেড়াজাল মুক্ত হতে পূর্নবাসন একমাত্র পথ বলে মত স্থানীয়দের। কাজ পেলে চাঁদাবাজি ছাড়তে রাজি অভিযুক্তরাও।

মন ভালো থাকলে গান শুনিয়ে, আবার কখনো নেচে গেয়ে মনজয় করে দুপয়সা আয় করেন হিজড়া সম্প্রদায়ের লোকজন। সাধারণত এভাবেই আমরা চিনি হিজড়াদের। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন।

রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের সড়কে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় মানুষ ও যানবাহন চালকরা। কারণ সড়কে চলছে হিজড়াদের অবাধ চাঁদাবাজি। যানবাহন আটকিয়ে আদায় করা হচ্ছে মাশোয়ারা। বিভিন্ন সময় ঘটেছে হামলার মত ঘটনাও।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। জন্মের পর থেকে পরিবারের লাঞ্ছণা আর বঞ্চনায় বেড়ে ওঠা এই সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে উদ্যোগের কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও।

হিজড়াদের স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মে যুক্ত করতে, সর্বপ্রথম প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো। পাশাপাশি সংকট নিরসনে প্রয়োজন সরকারি বেসরকারি দাতব্যলয়ের উদ্যোগ।

পড়ুন : রূপগঞ্জে শীতার্তদের মাঝে এসিল্যান্ডের কম্বল বিতরণ

দেখুন : আবাসনের প্রভাবে কমছে আবাদি জমি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন